মানবাধিকারে ‘সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ পেলেন রুবানা হক

 Published in: Bonik Barta on September 26, 2022
মানবাধিকারে ‘সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস’ পেলেন রুবানা হক

মানবাধিকার বিভাগে ‘সিএনএমআই সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২২’ পেলেন ড. রুবানা হক। ইতালির মিলান ফ্যাশন উইককে সামনে রেখে বিভিন্ন বিভাগে এ পুরস্কার দেয় ন্যাশনাল চেম্বার অব ইটালিয়ান ফ্যাশন (সিএনএমআই) ও ইউনাইটেড নেশনস ইথিক্যাল ফ্যাশন ইনোশিয়েটিভ (ইফি)।

ইতালীয় ও আন্তর্জাতিক ফ্যাশন শিল্পে দূরদর্শিতা, উদ্ভাবন, কারুশিল্পের প্রতি প্রতিশ্রুতি, মানবাধিকার ও পরিবেশগত ন্যায়বিচারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান বিবেচনায় নির্বাচিত ব্যক্তিত্বরা এ পুরস্কার পেয়ে থাকেন।

গতকাল রোববার রাতে মিলানের স্কালা থিয়েটার এ জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।

বিখ্যাত ফ্যাশন হাউস ভ্যালেন্টিনোর আর্টিস্টিক ডিরেক্টর পিয়েরপাওলো পিকিওলির কাছ থেকে পুরস্কার নেন রুবানা হক।

গার্মেন্টস কর্মী ও উৎপাদকদের পুরস্কারটি উৎসর্গ করেছেন ড. রুবানা। এ সময় আন্তর্জাতিক ফ্যাশন জগতকে পোশাক উৎপাদনকারী দেশগুলোর প্রতি আরো বেশি অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান তিনি।

এবার ১৪টি বিভাগে ‘সিএনএমআই সাসটেইনেবল ফ্যাশন অ্যাওয়ার্ডস ২০২২’ পুরস্কার পেয়েছে খ্যাতিমান ব্যক্তি ও প্রতিষ্ঠান। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আইলিন ফিশার, জর্জিও আরমানির মতো ব্যক্তিত্ব ও টিম্বারল্যান্ড, বোটেগার মতো প্রতিষ্ঠান।