এইউডব্লিউ উপাচার্য পদে নিয়োগ পেলেন ড. রুবানা হক
বন্দরনগরী চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র (এইউডব্লিউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. রুবানা হক।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
গত পাঁচ বছর এইউডব্লিউ’র উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক নির্মলা রাও। তারই স্থলাভিষিক্ত হলেন ড. রুবানা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’র বোর্ড অব ট্রাস্টিজ ড. রুবানা হককে প্রতিষ্ঠানের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি অর্জন করেছেন রুবানা। সম্প্রতি তিনি এইউডব্লিউ’র ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও সফল এই উদ্যোক্তা বিজিএমইএর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ড. রুবানা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের একজন ভিজিটিং ফেলো। এছাড়া সাংবাদিকতা ও কবি হিসেবেও সুখ্যাতি রয়েছে তাঁর।